Posts

Showing posts from January, 2023

Success (সাফল্য)

Image
Success (সাফল্য)ঃ জীবনে সফলতা অর্জন করতে হলে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, ধৈর্য ধরে নিজের লক্ষ্যে পূরণ করতে হবে৷ আর লক্ষ্যে অটুট রাখার মনমানসিকতা অবশ্যই থাকতে হবে ৷ আসলে জীবনে সফলতা এমনি এমনিই আসে না৷ সফলতা অর্জন করতে অনেক শ্রম দিতে হবে, ধৈর্য ধারন করতে হবে ৷ সফলতা যদি খুব সহজেই আসে তবে এই সফলতা অর্জনে কোন তৃপ্তি নেই, কোন আনন্দ নেই৷ যদি আমরা আমাদের শ্রম দিয়ে, নিজেদের লক্ষ্যে স্থির রেখে সাফল্য অর্জন করার চেষ্টা করি তবে একদিন না একদিন আমরা সফল হবই৷ 'আমি এটা পারব বা আমাকে পারতেই হবে' এ ধরনের মনমানসিকতা বা জেদ রাখতে হবে ৷ এবং সব কষ্টের পরে অর্জিত এই সাফল্যই আমাদের তৃপ্তির, গর্বের ও আনন্দের৷ তাই সফলতা অর্জন করতে আমাদের অবশ্যই আগে নিজেদের লক্ষ্যে স্থির করতে হবে ৷ #YouCanDoIt

ফ্রিল্যান্সিং শিখব কিভাবে!!!

Image
ফ্রিল্যান্সিং(Freelancing)ঃ শুরু করতে চাচ্ছে যারা তাদের অনেকেই জানতে চান ফ্রিল্যান্সিং কিভাবে শিখব ও ফ্রিল্যান্সিং শিখতে কি কি প্রয়োজন? অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং করতে বা শিখতে অনেক কিছু প্রয়োজন তাদের জন্য বলছি ফ্রিল্যান্সিং শিখতে অনেক প্রয়োজনীয় উপকরণ হলোঃ শেখার প্রবল আগ্রহ, মোবাইল/ ডেক্সটপ/ পিসি বা ল্যাপটপ ও নেট কানেকশন৷ ফ্রিল্যান্সিং শিখতে কোন একডেমিক যোগ্যতার প্রয়োজন নেই৷ প্রয়োজন শুধু ইচ্ছাশক্তি ও ধৈর্য৷ স্কিল, নলেজ, এক্সপিরিয়েন্স আর কোয়ালিফিকেশন কে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবে৷ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সাধারণ চাকরির থেকেও অনেক বেশি আয় করা সম্ভব যদি কেউ তার দক্ষতাকে কাজে লাগিয়ে কাজ করে৷  

Work from home (Freelance)

Image
  ফ্রিল্যান্সিং হলো মুক্তপেশা৷ এটা মূলত এমন একটা পেশা যেখানে ইন্টারনেটের মাধ্যমে নিজের দক্ষতা দিয়ে বিভিন্ন কাজ করে ঘরে বসে অর্থ উপার্জন করা যায়৷ ফ্রিল্যান্সিংয়ে কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে কাজ না করে নিজের ইচ্ছেমতো চুক্তিভিত্তিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করা যায়৷ এক্ষেত্রে ফ্রিল্যান্সার এর জন্য কোন নির্দিষ্ট গতানুগতিক সময় বা স্থান নেই ৷ ফ্রিল্যান্সার চাইলে যেকোন সময় ও যেকোন জায়গায় তার কাজ সম্পূর্ণ করতে পারে৷ মূলত তার ঘরই তার অফিস৷ #happyfreelancing

বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং

Image
  বাংলাদেশে বেকারত্ব হচ্ছে অন্যতম একটি আর্থ সামাজিক সমস্যা৷ এটি একটি সামাজিক ব্যাধি৷ তবে এই বেকারত্ব সমস্যা কমাতে পারে ফ্রিল্যান্সিং ৷ বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে এবং তারা চাকরির পেছনে ছুটে সময় নষ্ট করছে৷ ডিজিটালাইজেশনের যুগে বেকারত্ব দূরীকরণে অপরিসীম ভূমিকা রাখে ফ্রিল্যান্সিং ৷ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসেই আয় করা যায় অনলাইনে৷ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব তবে তার জন্য পরিশ্রম ও ইচ্ছাশক্তি ও থাকা চাই৷