Success (সাফল্য)
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0EdvdX72tzSjipfDDUuJl5joUgeA5XgFc5IpJ2fSP-njmwH82l8ZnK-2tdLCJF7x3AsMT1mdgFHrYXSV5AbGD9mxu73ihxx270gOJamuOrOxv7iYJsvT716H9xaEJ2k-eFeyq0HyZBS__MJDHXueLxF4bTFfPb_o8GzT_NwDJIBh6oRl2IUtPmP9AfA/w200-h168/you.png)
Success (সাফল্য)ঃ জীবনে সফলতা অর্জন করতে হলে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, ধৈর্য ধরে নিজের লক্ষ্যে পূরণ করতে হবে৷ আর লক্ষ্যে অটুট রাখার মনমানসিকতা অবশ্যই থাকতে হবে ৷ আসলে জীবনে সফলতা এমনি এমনিই আসে না৷ সফলতা অর্জন করতে অনেক শ্রম দিতে হবে, ধৈর্য ধারন করতে হবে ৷ সফলতা যদি খুব সহজেই আসে তবে এই সফলতা অর্জনে কোন তৃপ্তি নেই, কোন আনন্দ নেই৷ যদি আমরা আমাদের শ্রম দিয়ে, নিজেদের লক্ষ্যে স্থির রেখে সাফল্য অর্জন করার চেষ্টা করি তবে একদিন না একদিন আমরা সফল হবই৷ 'আমি এটা পারব বা আমাকে পারতেই হবে' এ ধরনের মনমানসিকতা বা জেদ রাখতে হবে ৷ এবং সব কষ্টের পরে অর্জিত এই সাফল্যই আমাদের তৃপ্তির, গর্বের ও আনন্দের৷ তাই সফলতা অর্জন করতে আমাদের অবশ্যই আগে নিজেদের লক্ষ্যে স্থির করতে হবে ৷ #YouCanDoIt