Success (সাফল্য)
Success (সাফল্য)ঃ জীবনে সফলতা অর্জন করতে হলে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, ধৈর্য ধরে নিজের লক্ষ্যে পূরণ করতে হবে৷
আর লক্ষ্যে অটুট রাখার মনমানসিকতা অবশ্যই থাকতে হবে ৷
আসলে জীবনে সফলতা এমনি এমনিই আসে না৷ সফলতা অর্জন করতে অনেক শ্রম দিতে হবে, ধৈর্য ধারন করতে হবে ৷
সফলতা যদি খুব সহজেই আসে তবে এই সফলতা অর্জনে কোন তৃপ্তি নেই, কোন আনন্দ নেই৷
যদি আমরা আমাদের শ্রম দিয়ে, নিজেদের লক্ষ্যে স্থির রেখে সাফল্য অর্জন করার চেষ্টা করি তবে একদিন না একদিন আমরা সফল হবই৷ 'আমি এটা পারব বা আমাকে পারতেই হবে' এ ধরনের মনমানসিকতা বা জেদ রাখতে হবে ৷
এবং সব কষ্টের পরে অর্জিত এই সাফল্যই আমাদের তৃপ্তির, গর্বের ও আনন্দের৷
তাই সফলতা অর্জন করতে আমাদের অবশ্যই আগে নিজেদের লক্ষ্যে স্থির করতে হবে ৷
#YouCanDoIt
Comments
Post a Comment